পুলিশ যখন বউ
গল্প :- পুলিশ যখন বউ
Part :- 06
-এটা বলেই অনু আমার গালে একটা চুমু দিয়ে আবার বুকে মাথা রেখে গুমিয়ে গেলো!!
- তাই আমিও চোখ না খুলে মিটি-মিটি হেসে গুমিয়ে গেলাম!! মেয়েটার পাগলামি দেখে হাসি পেলো তাও হাসলাম না!! মনে-মনে হেসে নিলাম কতক্ষণ!!
- আযান দিতেই কেনো জানি ঘুম ভেঙ্গে গেলো তাড়াতাড়ি!! চোখ খুলে ডান -বাম দিকে তাকালাম কেউ নেই!! হঠ্যাৎ শরীরের উপর একটা ভারি বস্তুর টের পেলাম!! তাকিয়ে দেখি অনু আমার উপরে শুয়ে আছে!!
- ওর ফেলা গরম নিশ্বাসটা আমার বুকে এসে পড়তেছে!! আর আলাদা একটা অনুভূতি মনের ভিতরে জাগতেছিলো!! আমি কেনো জানি শিউরে উঠতেছিলাম!! তাও নিজেকে সামলাচ্ছিলাম!!
- ওর চুলগুলো খুলে গিয়ে ওর মুখের উপরে পড়ে আছে!! তাই সেগুলোকে হাত দিয়ে সরিয়ে দিতে ছিলাম তখনই অনু হঠ্যাৎ চোখ খুলে তাকিয়ে যায়!!আমি অবাক হয়ে যাই এটা দেখে!!
- কি হলো হিরো বউকে আদর করতেছেন নাকি?? ( অনু)
- আরে না আপনার চুলগুলো খোলা ছিলো তাই সেগুলোকে গুছিয়ে দিচ্ছিলাম!! ( শাহারিয়ার)
- ওও তা আমার শাড়িটাও তো অগুছালো সেটা গুছিয়ে দিবেন নাকি!! ( অনু)
- ধুর কি বলতেছেন আপনি!! ( শাহারিয়ার)
- কি বলতেছি মানে!! বউকে আদর করবেন সেটা মুখে বলতে পারেন না লুকিয়ে-লুকিয়ে আদর করতে লজ্জা করে না!! ( অনু)
- আদর করলাম কখন আপনাকে!! ( শাহারিয়ার)
- আপনি জানেন সকালে ঘুম থেকে উঠে বউয়ের চুল গুছিয়ো দেওয়া কিন্তু রোমান্সের একটা অংশ!! ( অনু)
- ঠিক আছে এখন থেকে আর চুলগুছিয়ে দিবো না ওকে!! (শাহারিয়ার)
- ঠিক আছে!! তবে প্রত্যেকদিন সকালে আমাকে একটা করে পাপ্পি দিতে হবে!! ( অনু)
- কিহ
!!( শাহারিয়ার)


- এত অবাক হওয়ার কি আছে বাহিরের মহিলাকে করতেছেন নাকি নিজের বউকেই তো কিস করবেন এতে এতো অবাক হলেন কেনো!! ( অনু)
- আমি কিস করতে পারবো না!!( শাহারিয়ার)
- ঐ ভালোই-ভালোই রাজি হয়ে যান নাহলে আপনাকে জুড় করিয়ে রাজি করাবো!! ( অনু)
- দেখেন এটা কিন্তু ঠিক না আপনি একটা-একটা করে আবদার বাড়াচ্ছেন!! কবে না জানি বলে বসে থাকেন আপনার একটা বেবি লাগবে!! (কথাটা বলেই জিব্হায় কামড় মারলাম)
- অনু এটা শুনে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো!! না জানি এখন কি বলে বসে তাই ওও কি বলে তার মুখের দিকে তাকিয়ে রইলাম!!
- আরে না সেটা হানিমুন থেকে ফিরে এসে প্লেন করবো!! যে কবে বেবি নিবো ওকে!! ( অনু)
- কি আর বলবো তাই চুপ করে রইলাম!! কারণ এখন কথা বললেই বিপদে পড়তে হবে কনফার্ম!!
- এই যে আমাকে একটু জড়িয়ে ধরেন না প্লিজ!! ( অনু)
- কেনো!! ( শাহারিয়ার)
- ঐ আপনার মুখ থেকে যেনো আর একবারও কেনো কথাটা না শুনি!! কিছু হলেই কেনো?? (অনু)
- ঠিক আছে!! ( শাহারিয়ার)
- এখন একটু জড়িয়ে ধরেন!!( অনু)
- জড়িয়ে ধরলে কি হবে!! ( শাহারিয়ার)
- কলিজাটা ঠান্ডা হবে!! ( অনু)
- কিভাবে!! ( শাহারিয়ার)
- কাছের মানুষটা যখন আপনাকে জড়িয়ে ধরবে ঐদিন বলতে পারবেন কলিজা কিভাবে ঠান্ডা হয়!! ( অনু)
- ওও!! ( শাহারিয়ার)
- ঐ আপনি কথা না বলে জড়িয়ে ধরেন তো আমাকে!! ( অনু)
- আচ্ছা!! ( বলেই অনুকে আটকে নিলাম নিজের মাঝে!! ( শাহারিয়ার)
- এভাবে কিছুক্ষন কথা ছাড়াই শুয়ে ছিলাম দুজন!! কাল সারাদিন ব্যাস্তায় কাটলো রাতটাও ঠিক ভাবে ঘুম হয় নি!! তাই চোখটা আবার লেগে গেলো!!
- সকালে গালে কোনোকিছুর নরম স্পর্শে ঘুমটা ভেঙ্গে গেলো!! তাকিয়ে দেখি অনু আমার গালে পাপ্পি দিতেছে!!
- তাড়াতাড়ি সড়ে গেলাম সেখান থেকে!!
- কি করতেছেন আপনি?? ( শাহারিয়ার)
- আমার বরটাকে আদর করতেছি?? ( অনু)
- কাউকে না বলে তাকে কিস করা কিন্তু ঠিক না!! ( শাহারিয়ার)
- ঐ কাউকে মানে আমার স্বামীকে আমি কিস করেছি তাতে এত রিয়েক্ট করার কি আছে!! ( অনু)
- সাইড দেন আমি ভার্সিটিতে যাবো!! ( শাহারিয়ার)
- কালকে বিয়ে করলেন আর আজকেই ভার্সিটিতে যাবেন মানে কি!! ( অনু)
- মানে আপনাকে কিছুই বুঝতে হবে না সরেন আমি উঠবো!! ( শাহারিয়ার)
- ওকে!! আমিও দেখবো আপনি কিভাবে ভার্সিটিতে যান!! ( অনু)
- কোনো কথা না বলে চলে গেলাম ফ্রেশ হতে!! ফ্রেশ হয়ে এসে দেখি অনু রুমে নেই!! যাক ভালোই হলো তাই মনের সুখে রেডি হয়ে নিচে গেলাম!!
- নাস্তার টেবিলে বসতেই আপু এসে নাস্তার প্লেইটা তুলে নিলো!!
- কি হলো আপু প্লেইটা তুলে নিলি কেনো!! ( শাহারিয়ার)
- তুই রেডি হয়েছিস কেনো!! কোথায় যাবি নাকি?? ( আপু)
- হুম ভার্সিটিতে যাবো!! ( শাহারিয়ার)
- ঐ তুই কালকে বিয়ে করে আজকে ভার্সিটিতে যাবি তোর মাথা ঠিক আছে!! ( আপু)
- হুম আজকে ভার্সিটিতে একটু কাজ আছে তাই যেতেই হবে!! ( শাহারিয়ার)
- আজকে কোথাও যেতে পারবি না যা রুমে গিয়ে নরমাল ড্রেস পড়ে আয় তারপর খাবার পাবি!! ( আপু)
- আমি খাবোই না!! ( বলেই উঠে চলে যাচ্ছিলাম)
- তখন ভাবি ডাক দিলো,,,
- ছোট সাহেব কই যাও!! ( ভাবি)
- ভার্সিটিতে যাবো একটু কাজ আছে!! ( শাহারিয়ার)
- এদিকে আসো তো একটু!! ( ভাবি)
- বলো কি বলবে আমি শুনতেছি!! ( শাহারিয়ার)
- এদিকে আসো তারপর বলবো!! ( ভাবি)
- হুম এবার বলো কি বলবে?? ( কাছে গিয়ে বললাম)
- কাধের ব্যাগটা এদিকে আমার কাছে দাও!! ( বলেই ভাবি ব্যাগটা নিয়ে নিলো)
- কি বলবে বলো!! ( শাহারিয়ার)
- শুনো কয়েকদিন ভার্সিটিতে যাওয়ার দরকার নেই!! এখন যাও রুমে গিয়ে ছোট সাহেবাকে সময় দাও!! ( ভাবি)
- ভাবি তুমিও শুরু করে দিলে!! ( শাহারিয়ার)
- দেখো অনু এখন তোমার বউ তাই তার সব কিছুতেই তোমাকে খেয়াল রাখতে হবে!! তুমি না আমার লক্ষি ভাই যাও এখন রুমে গিয়ে রেষ্ট করো !! ( ভাবি)
- ভাবি তুমি জানো যে আমি তোমার কথা ফেলতে পারি না আর তুমি তাও বলতেছো!! ( শাহারিয়ার
)
- হুম এখন যাও!! পরে কথা বলবো এখন ছোট সাহেবাকে খুশি করো!! (ভাবি)
- যথা আঙ্গা মহা রাণী
!!( বলেই আবার রুমে চলে গেলাম)


- রুমে গিয়ে কাপড় চেইন্জ করার পর বসে বসে মোবাইল টিপতে লাগলাম!!
- কিছুক্ষন পর অনু খাবার নিয়ে রুমে ডুকলো!!
- কি হিরো ভার্সিটিতে গেলেন না!! ( অনু)
- ভাবি যেতে দেয় নি!! ( শাহারিয়ার)
- ওও!! কেনো যেতে দেয় নি!! ( অনু)
- ঐ যে নতুন বিয়ে করেছি তাই নাকি যাওয়া যাবে না!! ( শাহারিয়ার)
- তা বাসায় থেকে কি করবেন তা জিঙ্গেস করলেন না আপনার ভাবিকে?? ( অনু)
- হুম বলেছিলাম!!( শাহারিয়ার)
- তা কি বললো ওনি?? ( অনু)
- বলেছে আপনা......( বলতে গিয়েও থেমে গেলাম)
- যদি বলি অনুকে সময় দিতে বলেছে তাহলে আজকে আমার কাজ খালাশ!! জুড় করে হলেও তা আদায় করে ছাড়বে!! তার চেয়ে ভালো না বলাই!!(শাহারিয়ার)
- কি হলো থেমে গেলেন কেনো বলুন!! ( অনু)
- না এমনি!! ( শাহারিয়ার)
- ওও আচ্ছা নাস্তা এনেছি খেয়ে নেন!! ( অনু)
- হুম দেন!! ( বলেই নাস্তা খাওয়ার জন্য বসে গেলাম)
- অনু নাস্তা দিয়ে খাটে বসে গেলো!! আমি খেতে লাগলাম!! কি মনে করে জেনো অনুকে বলে বসলাম!!
- আপনি খেয়েছেন?? ( শাহারিয়ার)
- না আপনি খেয়ে নেন তারপর আমি খাবো!! ( অনু)
- এখনো খান নি!! এখানে যা খাবার আছে দুজনের হয়ে যাবে সো বসে পড়েন এখানেই!! ( শাহারিয়ার)
- বসতে পারি একটা শর্তে!! ( অনু)
- মাহির এমন কথা শুনে আমি খাবার বন্ধ করে দিলাম!!
- কি শর্ত!! ( শাহারিয়ার)
- আমাকে আপনি খাইয়ে দিলে আমি এখন খাবো!! ( অনু)
- কিহ 
!!( শাহারিয়ার)


- বললাম যে আপনি যদি খায়িয়ে দেন তাহলে খাবো আমি!! ( অনু)
- থাক আপনি পড়ে খেয়ে নিয়েন!! ( শাহারিয়ার)
- মানে?? ( অনু)
- মানে হলো আপনাকে খেতে হবে না!! আপনি পরে নিজের হাতেই খেয়ে নিয়েন!! (শাহারিয়ার)
- না আমি এখন খাবো!! আর আপনি আমাকে এখন খায়িয়ে দিবেন!! ( অনু)
- আমি পারবো না!! ( শাহারিয়ার)
- আপনি পারবেন না মানে আপনাকে পারতেই হবে!! ( অনু)
- দেখেন জুড় করবেন না প্লিজ!!?( শাহারিয়ার)
-তাহলে আমাকে এখনই কিস করতে হবে!! তাহলে খায়িয়ে দেওয়ার ব্যাপারটা মাফ!! ( অনু)
- এই মেয়ের কথা শুনে আমি নিজেই পাগল হয়ে যাবো!! কিস করার চেয়ে খায়িয়ে দেওয়াই ভালো!!
- নেন খা করেন!! ( শাহারিয়ার)
- অনুর খাবারটা নিয়ে নিলো!!!
- আপনি যে এত ভালো আগে জানতাম না!! আমার কপালটা কতো ভালো যে এমন একটা স্বামী পেয়েছি!! ( অনু)
- চিটিং করেছেন আপনারা সবাই মিলে!! ( শাহারিয়ার)
- ওলে আমার বরটা রে!! এতো ভালো তুমি!! ( বলেই আমার গালগুলো ধরে টেনে দিলো)
(অনু)
- ঐ কি করতেছেন আপনি!! ( শাহারিয়ার)
- কেনো আপনাকে একটু আদর করে দিলাম!! ( অনু)
- আমাকে আদর না করে আগে খেয়ে নেন!! আমি একটু বাহিরে যাবো!! ( শাহারিয়ার)
- আপনাকে না ভাবি বললো আজকে আমাকে সময় দিতে!! ( অনু)
- অনু জানলো কিভাবো ভাবি আমাকে কি বলেছে!!অনু তো তখন ঐখানে ছিলো না!! তার মানে অনু আজ সকালে ভাবিকে বলে আমার ভার্সিটিতে যাওয়া আটকিয়েছে!! ওও তাহলে আমিও একটু মজা নিয়ে নেই!!
- হুম আজকে দিনটা তো আপনারই!! ( শাহারিয়ার)
- সত্যি!! (অনু)
- তাহলে চলেন...................!!!!!
( চলবে.....................)
ভালো লাগলে রিকুয়েষ্ট দিয়ে সাথে থাকবেন সবার আগে সুন্দর সুন্দর গল্প পড়ার জন্য
No similar posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment